Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.

Ticker

6/recent/resume

Recent in Technology

Description of how Chiller works (চিলার কিভাবে কাজ করে তার বর্ণনা)



Chiller- MALA PRO™
v  চিলার কাকে বলে ?
Ø  উত্তরঃ যে মেশিনে সাহায্যে পানির তার সাধারণ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা রূপান্তর করা হয়। তাকে চিলার বলে।
চিলার সাধারনত দুই প্রকারঃ
১ । বাষ্প শোষণ টাইপ চিলার ।
২। বাষ্প কম্প্রেশন টাইপ / স্ক্রু বৈদ্যুতিক প্রকার চিলার।

চিলারের প্রধান অংশ সমুহঃ
১।  শোষণ।
২। ইভাপরেটর।
৩। কনডেন্সার।
৪। বিশোষক পাম্প।
৫। ফ্রিজের পাম্প।
৬। রেটক পদার্থের পাম্প।
৭। মিনি মিটার।
৮। উচ্চ তাপমাত্রা জেনারেটর (এইচটিজি)
৯। নিম্ন তাপমাত্রা জেনারেটর (এলটিজি)

কার্যপ্রনালীঃ
যেহেতু পানি তাপমাত্রা চাপ সঙ্গে সম্পর্কযুক্ত। সুৎরাং চাপ বাড়ালে তাপমাত্রাও বাড়ে। আভ্যন্তরীণ ৭৬০ মিমি এইচজি চাপে পানির তাপমাত্রা ১০০ ডিগ্রি সেলসিয়াস। তারপর মিমি এইচজি চাপে পানির তাপমাত্রা ৩.৭ ডিগ্রি সেলসিয়াস। ইভাপোরেটরে মিমি এইচজি চাপ থাকার কারনে অল্প তাপমাত্রায় পানি বাষ্প হয়ে যায়। বাষ্প হওয়ার জন্য যে তাপমাত্রার প্রয়োজন হয় তা ঠান্ডা পানি হতে পারে। ফলে ঠান্ডা পানি ঠান্ডা হয়।
Chiller- MALA PRO™
বাষ্প শোষণ চিলার সাধারণত বায়ুশুন্য রাখা হয়। ফলস্বরূপ ইভাপোরেটারের ত্বকের মধ্য দিয়ে প্রবাহিত চিল্ড ওয়াটার প্রবাহিত হয়।

চিল্ড ওয়াটার পানি ত্বাবের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় রেফ্রিজারেন্ট পাম্পের মাধ্যমে রেফ্রিজারেন্ট কে টিভবে উপরে স্প্রে করে।

স্প্রে করার সময় চিল্ড ওয়াটার থেকে প্রয়োজনীয় তাপ গ্রহণ করে স্নিগ্ধকারী বাষ্প হয়ে যায়। উক্ত বাষ্পকে শোষণের জন্য লিথিয়াম ব্রোমাইড ব্যবহার করা হয়। লিথিয়াম ব্রোমাইড বাষ্পকে শোষণ করে পানি মিশিয়ে যায়। 
Chiller- MALA PRO™

এই মিক্সারকে আলাদা করার জন্য এইচটিজি - উচ্চ তাপমাত্রা জেনারেটর সরবরাহ করা হয়। এইচটিজি উচ্চ তাপমাত্রা (১৫০ -১৫৫) ডিগ্রী থাকার কারণে লিথিয়াম ব্রোমাইড থেকে রেফ্রিজারেন্ট আলাদা হয়ে যায়। কনডেন্সার চলে আসে। কনডেন্সার ঠান্ডা ভিতরে পানি ত্বক সঙ্গে তাপ বিনিময় স্নিগ্ধকারী তরল পরিবর্তিত হয়ে রেফ্রিজারেন্ট পাম্প জমা হয়। আবার রেফ্রিজারেন্ট পাম্প মাধ্যমে চিল্ড ওয়াটার ত্বক উপর স্প্রে করা হয়।

অপর দিকে শোষ এবং কনডেন্সার এর তাপমাত্রা কমানোর জন্য শোষ এবং কনডেন্সার টিভেরের ভিতর দিয়ে ঠান্ডা পানি প্রবেশ করা হয়।
এই প্রক্রিয়া চক্রাকার চলতে থাকে।

Post a Comment

2 Comments

  1. কপারের কাজ কি

    ReplyDelete
  2. কোন গুলোর কোন কাজে ব্যবহার করছে

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement