Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.

Ticker

6/recent/resume

Recent in Technology

আদিতমারী থানাধীন মিথ্যা, ও ভূয়া সংবাদ প্রকাশের তিব্র প্রতিবাদ-MALA PRO™

earth 1



গত ০৭ অক্টোবর, ২০১৭ তারিখে “বাংলানিউজটোয়েন্টিফোর.কম” –এর বাংলানিউজটোয়েন্টিফোর.রংপুর
অনলাইন পত্রিকায় প্রকাশিতঃ প্রতিবেশীর বিবাদ মিটাতে গিয়ে ইউপি সদস্য কারাগারে
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট |  এবং গত ০৮/১০/১৭ইং তারিখে “লালমনির কাগজ” মুক্ত চিন্তার সাপ্তহিক
পত্রিকায় প্রকাশিতঃ দুই পক্ষের বিরোধঃ জেলে গেল ফারুক
কলামে উল্লেখিত সংবাদ শিরনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ন রুপে মিথ্যা, ভূয়া ও যোগসাজসিক । আমি তার তিব্র  প্রতিবাদ জানাচ্ছি ।

মূলতঃ যা সত্য-
(এক) অর্থ যোগান দাতা ও প্রভাবশালী একাব্বর আলী পিতা মৃত রহমত/খামড়া ও সন্ত্রাসিদের গডফাদার আঃ কুদ্দুস ( বর্তমানে অসুস্ত) পিতা মৃত সহিদার রহমান এবং মাদক পেশাদার ব্লাক ফারুক পিতা মৃত আলতাব হোসেন সর্ব সাং মহিষখোচা, সকলের বাড়ী এক সাথে লাগালাগি । বংশিয় সূত্রে একাব্বর আলী চাচা হন-আঃ কুদ্দুস ও ব্লাক ফারুকের এবং জনৈক রিপোর্টার প্রতিবেশী ভাইয়ের পুত্র ভাতিজা হন ব্লাক ফারুকের । ফলে মাদক সম্রাট চাচা ব্লাক ফারুককে বাঁচানোর জন্য মিথ্যা ও ভূয়া রিপোর্ট সাজাইয়া খবরে প্রকাশ করেন রিপোর্টার খোরশেদ আলম সাগর । সহায়তা করেন ফেন্সিডিল পেশাদার ও মাদক সম্রাটদের । আর শান্তিপূর্ণ অবস্থানকে বিনষ্ট করেন শিক্ষক মনছুর রহমানের ।


(দুই) ব্লাক ফারুকের বংশিয় চাচা প্রভাবশালী একাব্বর আলীকে মিথ্যাভাবে প্রতিষ্ঠিত করতে গিয়ে চাঁদাবাজ আঃ কুদ্দুস- বর্তমানে অসুস্ত । সেই ক্ষমতার পালাবদলের দায়িত্বে এখন ব্লাক ফারুক । চাচা একাব্বর আলীকে অবৈধভাবে প্রতিষ্ঠিত করতে গিয়ে কারাবাসে যায় মাদক সম্রাট ব্লাক ফারুক ও রশিদ চোর ।


Black Farook


(তিন) বিজ্ঞ জর্জ আদালতের মোকদ্দমা অন্য ১৪/১৭ (চিরস্থায়ী নিষেধাজ্ঞা) একাব্বর আলী গং- এর বিরুদ্ধে দায়ের হইলে বিজ্ঞ জজ আদালত সন্তষ্ট হইয়া গত ১৪/০৬/১৭ইং তারিখে বিবাদী একাব্বর আলী গং- এর টালবাহানার বিরুদ্ধে নালিশী জমিতে যাইতে সরাসরি নিষেধ করেন- বিজ্ঞ জজ আদালত । বাদী মনছুর রহমানের প্রতি রায় পরিস্কার হয়ে যায় জজ আদালতের । ফলে ক্ষমতার অপব্যবহার শুরু হয় ব্লাক ফারুক ও রশিদ চোর এবং গত ২৯/০৮/১৭ইং তারিখ ভূয়া দলিল সৃষ্টি করিয়া অন্যায় ভাবে ক্ষমতা প্রয়োগ করে ব্লাক ফারুক ও রশিদ চোর । অতঃপর গত ২৬/০৯/১৭ইং তারিখ ব্লাক ফারুক ও মাদক সম্রাট রশিদ চোর  তাদের দলবল ও ভাংচুর বাহিনী সহ আসিয়া বাদী মনছুর রহমানের পরিবারের ১২ জন নারী ও পুরুষকে হতাহত করে, ডাংমার করে, রক্তাত্ত জখম করে এবং ঘরবাড়ী ভাংচুর করে এবং কলেজ পড়া মেয়েদের শ্লীলতাহানী করার চেষ্টা করে ব্লাক ফারুক ও মাদক পেশাদার রশিদ চোর । সেই কারনে আদিতমারী থানার এজাহার নং- ২৮, মামলা জি.আর নং ২২৭/১৭, তাং- ২৮/০৯/১৭ইং, ধারা নং- ১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪/৩৪ –ধারার অপরাধে জেলে যায় মাদক সম্রাট ব্লাক ফারুক ও মাদক পেশাদার রশিদ চোর ।

                                                                 
                                                                                               সত্য প্রকাশ                         
                                                                                  মোঃ মনছুর রহমান
                                                                             তাং- ১১/১০/১৭ইং
                                                                            ইবতেদায়ী শিক্ষক
                                                                                                   দক্ষিন বালাপাড়া ফাজিল মাদরাসা
                                                                                          মহিষখোচা, লালমনিরহাট ।
অনুলিপিঃ
০১। মাননীয় প্রধান মন্ত্রী  মহোদয়, গণপ্রজাতন্তী বাংলাদশ সরকার, প্রধান  মন্ত্রী কাযালয়, সচিবালয়, ঢাকা ।
০২। মাননীয় সরাষ্ট্র মন্ত্রী মহোদয়, স্বরাষ্ট মন্ত্রানালয়, সচিবালয় ঢাকা ।
০৩। বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর ।
০৪। ডিআইজি বিভাগীয় কর্মকর্তা, রংপুর বিভাগ, রংপুর ।
০৫। অধিনায়ক র‌্যাব-১৩,পানি উন্নয়ন বোর্ড, রংপুর ।
০৬। পুলিশ সুপার, লালমনিরহাট ।
০৭। দুর্নীতি দমন কমিশন, লালমনিরহাট ।
০৮। জেলা কারাগার তত্বাবধায়ক ও পরিচালক, লালমনিরহাট ।
০৯। উপজেলা নির্বাহী কর্মকর্তা, আদিতমারী, লালমনিরহাট ।
১০। অফিসার ইনচার্জ, আদিতমারী থানা, লালমনিরহাট ।
১১। সভাপতি/সম্পাদক, প্রেস ক্লাব, লালমনিরহাট ।


Post a Comment

1 Comments

  1. Really very happy to say, your post is very interesting to read. I never stop myself to say something about it. You’re doing a great job. Keep it up and collect here Roblox Song ID

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement