Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.

Ticker

6/recent/resume

Recent in Technology

Free, freelancing course training, scholarships and job opportunities across the country(pro-offer)





সারাদেশে বিনামুল্যে ফ্রিল্যান্সিং কোর্স প্রশিক্ষণ, 

বৃত্তি ও চাকরির সুযোগ ঃ

শিক্ষার্থীদের অনুরোধে অক্টোবর থেকে আরো ২০০০ জনকে অংশগ্রহণের সুযোগ 
দেওয়া হল। যারা গত অফারে অংশ নিতে পারেন নি এবং ইশিখনের বিগত ব্যাচের 
শিক্ষার্থীরাও পুনরায় আরো কোর্সে আবেদন করতে পারবেন।৩ থেকে ৫ মাসের এই কোর্সে চাকরিজীবি ও গৃহিণী নারীরাও অংশ নিতে পারবেন। কোর্স শেষে আরো থাকছে সার্টিফিকেট, বৃত্তি ও বিভিন্ন কম্পানিতে চাকরির সুযোগ।

সকল জেলা থেকেই যেকেউ ঘরে বসেই যেকেউ ঢাকার স্বনামধন্য ও দক্ষ প্রশিক্ষকদের কাছ থেকে ফ্রিল্যান্সিং বা অনলাইন আয়ের জনপ্রিয় কোর্স শিখতে পারবেন। এবারো আরো থাকছে কোর্স শেষে চাকরি ও ৮০% এর উপর মার্কস পাওয়া  প্রথম ৫০ জনের এককালীন ১৫০০০ টাকার বৃত্তি।  প্রতি বছরের মত এবারো ১৫০০০ থেকে ২০ হাজার টাকা মূল্যের কোর্সগুলোতে শুধু ৩০০ থেকে ৫৪০ টাকা নিবন্ধন ফি এর মাধ্যমে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

 কোথায় হবে, কিভাবে হবে?

এটা অনলাইন/ইন্টারনেটে হবে, ভিডিও/স্ক্রিনশেয়ারিং এর মাধ্যমে, অর্থাাৎ, শিক্ষক ইশিখন.কম থেকে ক্লাস শুরু করবেন, আপনি আপনার বাসায় বসে কম্পিউটারে শিক্ষকের কম্পিউটার স্ক্রিন দেখবেন, সাথে সাথে শিক্ষক তার কম্পিউটারে কি করছেন, তা দেখতে এবং শুনতে পাবেন। দেশ/বিদেশের যেকোন প্রান্ত থেকে যেকেউ এতে অংশ নিতে পারেন। কোর্সে অংশগ্রহণের পর অনলাইন ক্লাসে অংশ নিতে প্রয়োজনীয় সফ্টওয়্যার ও ডাটা আপানি ইশিখন.কম একাউন্ট ও ইমেইলে পেয়ে যাবেন।

 কারা শিখতে পারবে?

বাংলাদেশের যেকোন প্রান্তে বসবাসকারি নিমোক্ত যোগ্যতা সম্পন্ন যেকেউ ঘরে বসেই সরাসরি শিখতে পারবেন।
আমাদের বিগত ব্যাচের শিক্ষার্থীরা যারা অারো কোর্স  করতে চান তারাও এই অফারে অংশ নিতে পারবেন।
যন্ত্রপাতি: যাদের একটি ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার আছে। (নেটস্পীড: যাদের নেটস্পীড দিয়ে ফেসবুক, ভাইবার বা ওয়াট্সআপ এর মাধ্যমে কথা বলতে পারেন।)
শিক্ষাগত যোগ্যতা: সর্বনিম্ন এইচএসসি, ইংরেজি ভালো জানলে এসএসসি পাশরাও নিবন্ধন করতে পারেন।
দক্ষতা: কম্পিউটারের বেসিক যেমন কম্পিউটারে ফেসবুক ব্যবহার করতে পারেন, নিজে নিজে ইন্টারনেট ব্রাউজ করতে পারেন।
যারা পড়াশুনার পাশাপাশি পার্টটাইম কিছু করে পড়াশুনা চালিয়ে নিতে চান

 কোর্সসমুহ ও নিবন্ধন ফি

কোর্স লিঙ্কনিবন্ধন ফিসময়শিক্ষক লিঙ্ক
SEO Training 2017: How to Get to the Top of Google with SEO420Sat, Mon, WedAbdul Malek Ripon
The Complete Android Developer Course – Build 5 Apps Project540Sat, Mon, WedMahbub Mahi
Web Design for Beginners: Real World Coding in HTML & CSS360Sat, Mon, WedTurna Sheel
Professional WordPress Theme Development from Scratch450Sat, Mon, WedRaihan Islam
YouTube Masterclass – Complete Guide to YouTube Video Editing, Marketing and Earning360Sat, Mon, WedHM Himel
Affiliate Marketing – A Beginner’s Guide to Earning Online540Sun, Tue, ThuShahin Najafee
The Complete Web Developer Course 2017540Sun, Tue, ThuRaihan Islam
The Complete AutoDesk AutoCad 2D and 3D 2017450Sun, Tue, ThuEmdadul Haque
Graphic Design Masterclass: Learn Graphic Design in Projects540Sun, Tue, ThuAshikul Islam
The Complete CPA Marketing Course : Home Business540Sat, Mon, WedShahin Najafee
প্রতিটি কোর্সের ৩টি করে ব্যাচ (সন্ধ্যা ৭টা, ৯টা ও রাত ১১টায়)। উপরের কোর্সে ক্লিক করলে আরো বিস্তারিত দেখতে পাবেন।
কোর্সসমুহ ও তাদের নিবন্ধন ফি (এরপর আর কোন টাকা দিতে হবে না)

 কিভাবে কোর্সে অংশ নিবো / নিবন্ধন করবো?

এটা মুলত নিবন্ধন নয়, এটা সরাসির আপনাকে অনলাইনে পণ্য অর্ডারের মত অর্ডার করতে হবে।
  1. প্রথমে এখান থেকে সকল কোর্স পেইজে যান, এরপর আপনি যে কোর্সটি করতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করুন।
  2. প্রতিটি কোর্সের নিচের দিকে উক্ত কোর্সের ৩টি করে ব্যাচ এবং আরো কারিকুলাম/সিলেবাস দেওয়া আছে। ব্যাচের মধ্যে উক্ত ব্যাচের ক্লাস কবে থেকে, কখন এবং সপ্তাহে কোন কোন দিন ইত্যাদি বলা আছে। ওখান থেকে আপনার সময় সুবিধা অনুযায়ী ব্যাচে Enroll Now তে ক্লিক করুন।
  3. ‘Enroll Now’  তে ক্লিক করলে আপনাকে পেমেন্ট ঘরে নিয়ে যাবে। সেখানে নিচে বামপাশে Coupon Code ঘরে কুপন হিসেবে pro-offer লিখবেন।এরপর Apply Coupon এ ক্লিক করবেন। তখন ডানপাশে Total ঘরে শুধু নিবন্ধন ফি দেখাবেন। এরপর Proceed to checkout এ ক্লিক করবেন।
  4. পরের পেইজে  প্রয়োজনীয় তথ্য দিয়ে নিচের দিকে ‘I’ve read and accept’ ঘরে ক্লিক করে (চেক করে) Place order করে দিবেন, পরের পেইজে অর্ডার নং দেখতে পাবেন। বিকাশ করার সময় Reference ঘরে অর্ডার নং (স্ক্রিনশট) (যেমন: 3093354) দিয়ে বিকাশ করে দিলেই আপনার অংশগ্রহণ সম্পন্ন হয়ে যাবে।

https://eshikhon.com/pro-offer/

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement