Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.

Ticker

6/recent/resume

Recent in Technology

আদিতমারীতে বি-পক্ষের সংঘর্ষে মামলা দায়ের -MALA5510



লালমনিরহাট প্রতিনিধি।
জমি বিরোধের জের ধরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচায়
মনছুর শিক্ষকগংয়ের সাথে ব্লাক ফারুখ,আব্দুর নুর,একাব্বর আলীগংদের সংঘর্ষে
 মনছুর শিক্ষকের পরিবারের প্রায় ১২ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় আদিতমারী ও লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদিতমারী হাসপাতালে ভর্তি য়ার
রেজি ঃ ২৬৩৪/৬,২৬গ৬/৫,২২০৭/৬/২২১২/১১,২৩১৩/১২,২২১০/৯,২২০৮/৭,২৬৪৪/১৬,
লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি যার রেজি নং- ৯৬৭২/১৭,৯৬৭৪/১৯,৯৬৭৩/১৮।
এ ঘটনায় জমির মুল মালিক মৃত মুছাতল্যা প্রামানিকের ছেলে মনছুর আলী বাদী হয়ে
প্রতিপক্ষ ফারুখ,আব্দুর নুর,একাব্বর আলী,কামরুজ্জামান আবুসহ ২৫ জনকে
আসামী করে আদিতমারী থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-২৮ তারিখ
২৮/৯/২০১৭ইং। ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪/৩৪।
মামলার এজাহারে জানাযায়,উল্ল্যেখিত প্রতিপক্ষের সাথে মনছুর আলীর জমি নিয়ে
বিরোধ চলে আসছে। এব্যাপারে বাদী আদিতমারী সহকারী জজ আদালতে
চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর অন্য
১৪/১৭। বাদী নিষেধাজ্ঞা দায়েরকৃত মামলায রায় পান। রায়ের প্রেক্ষিতে গত ২৬
সেপ্টেম্বর বাদী ও জমির মুল মালিক মনছুর আলীগং জমিতে রোয়া রোপন করতে গেলে
উল্ল্যেখিত প্রতিপক্ষগন লাঠি,সোটা,ধারালো অস্ত্র,লোহার রডসহ অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে
বাদীগংদের মারপিঠ করে। এসময় প্রতিপক্ষরা তার বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে
ল্যাপটপ,স্যাম্পোনী মোবাইল সেট ও নগত ৬ হাজার টাকা নিয়ে যায়। বাদী মনছুর আলী
জানান, বিবাদীরা গ্রেফতার না হওয়ায় বিভিন্ন ভাবে হুমকি প্রদর্শন করছে। ফলে
পরিবারদের নিয়ে চরম বিপাকে আছেন বলে জানান। এব্যাপারে মহিষখোঁচা ইউপি
চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক হোসেন চ্যেধুরী জানান, খবর পেয়ে থানায় জানালে
পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
আদিতমারী থানার ওসি হরেশ্বর রায় জানান, মামলা হয়েছে আসামীদের গ্রেফতারে পুলিশ
অভিযান চালিয়ে যাচ্ছে।

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement